কুষ্টিয়ার খোকসা উপজেলায় মসজিদে কোরআন পড়ে বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় ৪ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন। বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ওসি আননুর যায়েদ।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মিম (১২), তানজিলা (১১), সাদিয়া (১২) ও বিথি (১২)। এ ছাড়া গুরুতর আহত হয়েছে ফাতেমা। নিহত মিম শিমুলিয়ার কুঠিপাড়া গ্রামের হানিফের মেয়ে, তানজিলা ও সাদিয়ার বাবা পলান শেখ ও বিথি হেলাল উদ্দিনের মেয়ে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আশা করছি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারব। ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে যান।
কুষ্টিয়া হাইওয়ে থানার এস আই হারুনর রশীদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে ওই শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে মাইক্রোবাসটিও পাশের একটি পুকুরে গিয়ে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তানজিলা, সাদিয়া ও বিথির মৃত্যুর কথা জানান চিকিৎসক। আহত ফাতেমা এখন ওই হাসপাতালে চিকিৎসাধীন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি