ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত ৫০০ মানুষ নিহত হবার কথা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের মাঝখানে আল আহলি আরব হাসপাতালে হামলায় অন্তত ৫০০জন নিহত হয়েছে। খবর-বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) এই ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল।
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আল-আহলিল আরব নামের ওই হাসপাতালটিতে অসংখ্য আহত ও অসুস্থ মানুষ চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া দখলদার ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতেও অনেকে ‘নিরাপদ আশ্রয়’ ভেবে হাসপাতালটিতে অবস্থান নিয়েছিলেন।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, হাসপাতালটির একটি হলরুমে কয়েকশ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। মূলত বিমান হামলা থেকে রক্ষা পেতেই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন তারা। তবে সেখানেও চালানো হয়েছে নৃশংসতা।
আল জাজিরা আরো জানিয়েছে, হামলার পর সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আল জাজিরার টিভি চ্যানেলে প্রকাশিত ফুটেছে দেখা গেছে, হাসপাতালের সব জায়গায় মানুষের রক্ত পড়ে আছে। যেগুলো তখনো শুকায়নি। হাসপাতালে এ হামলা ইসরালাইলি বর্বরতা বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।
মার্কিন কর্মকর্তারা এবিসি নিউজকে বলেছেন, এই রকেটটি কোথা থেকে এসেছে তা জানেন না তারা।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বাইডেন মঙ্গলবার সন্ধ্যায় এক লিখিত বিবৃতিতে জানান, “গাজার আল আহলি আরব হাসপাতালে বিস্ফোরণ এবং এর ফলে যে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে তাতে তিনি ক্ষুব্ধ এবং গভীরভাবে দুঃখিত।”
সুত্রঃ আল-জাজিরা, বিবিসি, এবিসি নিউজ।
আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৬:১৫ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ এমআরবি