কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই সময় ৫জন গুলিবিদ্ধ ছাড়াও ৩০ জনের মত আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শনিবার (৩ আগস্ট) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (৩ আগস্ট) প্রথমে কুমিল্লা জিলা স্কুলের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়। বেলা সাড়ে ১১টায় পূবালী চত্বরে এসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এখানে হামলা করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। পরবর্তীতে ১ টার দিকে শিক্ষার্থীরা পুলিশ লাইনস্ এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করলে আবারও হামলা করে নেতাকর্মীরা। এতে অন্তত ৩৫ জন আন্দোলনকারী আহত হয়েছেন। সর্বশেষ নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা হাতে নিয়ে অবস্থান করছে।
অন্যদিকে কুমিল্লার চান্দিনায় আন্দোলন চলাকালে সহকারী কমিশনারের (ভূমি) গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪৩ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি