ঘন কুয়াশার কারণে ঢাকাগামী ১২টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। এদিকে দোহা ও দাম্মাম থেকে আসা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী দুটি ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে।
শনিবার (১৩ জানুয়রি) রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। এছাড়া ঢাকাগামী ১২টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে।
তিনি বলেন, গতকাল রাত ৮টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার জন্য দুটি যাত্রীবাহী বিমান ফ্লাইট ডাইভার্ট হয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে আজ সকাল ৯টা ৩০ মিনিটের পর ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।
এদিকে, সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকালে দৃষ্টিসীমা ২০০ মিটার থাকায় উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। প্রথম ফ্লাইট সকাল সাড়ে ৯টায় ল্যান্ড করার কথা ছিল।’
তিনি বলেন, ‘গতকাল পাঁচ ঘণ্টা ডিলে ছিল ফ্লাইট চলাচল। দুপুর আড়াইটায় চালু হয়েছিল। পরিস্থিতির উন্নতি হলে আবার উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হবে।’
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম