আর্জেন্টিনা ইতোমধ্যেই বিশ্বকাপে ম্যাচ খেললেও এখনও মাঠে নামা হয়নি ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। দলটি কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবেই অংশ নিচ্ছে। শিরোপা জিততে মরিয়া অনেকটা ব্রাজিল গোপনেই অনুশীলন সারছে।
ব্রাজিলের অনুশীলনে প্রবেশের সুযোগ পাচ্ছে না সংবাদমাধ্যমও। বুধবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। আর্জেন্টিনার এমন অপ্রত্যাশিত পরাজয়ের পর জেতার জন্য মুখিয়ে থাকবে ব্রাজিল। অবশ্য ব্রাজিলের কোচ তিতে দলকে হারের মুখে ফেলতে চান না। তাই কাল সার্বিয়ার বিপক্ষে আক্রমনাত্মক কৌশল। এই কৌলশের কারণে এই প্রথম দুই ডিফেন্সিভ মিডফিল্ডারের বদলে এক ডিফেন্সিভ মিডফিল্ডারকে রাখা হবে একাদশে। ফরমেশন হবে ৪-১-২-৩। মানে চার ডিফেন্ডারের সামনে এক ডিফেন্সিভ মিডফিল্ডার।
✪ আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দুর্দান্ত শুরু চ্যাম্পিয়ন ফ্রান্সের
এরপর দুই মিডফিল্ডার এবং তিন ফরোয়ার্ড। সেলেসাওদের আক্রমণভাগের মূল দায়িত্বে থাকবেন নেইমার ও রিচার্লিসন। দুই পাশ থেকে তাদের সঙ্গ দেবেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। আর মিডফিল্ডে মাঠ মাতাবেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ফ্রেদ ও ওয়েস্ট হাম তারকা লুকাস পাকেতা। পাকেতা অবশ্য অনেকটা মধ্যমাঠ ও আক্রমণভাগের মাঝামাঝিই খেলবেন। গোলবারের ভূমিকায় যথারীতি অ্যালিসন।
✪ আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন রোনালদো
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
- অ্যালিসন
- দানিলো
- মার্কুইনিয়োস
- থিয়াগো সিলভা
- অ্যালেক্স সান্দ্রো
- ফ্রেড
- লুকাস পাকুয়েতা
- রাফিনিয়া
- রিচার্লিসন
- নেইমার
- ভিনিসিয়াস জুনিয়র
✪ আরও পড়ুন:
/কেএইচএস/