ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং চলাকালে ঢালিউড কিং শাকিব খান আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, শুটিং ফ্লোরের একটি দরজায় আঘাত পেয়ে আহত হয়েছেন অভিনেতা শাকিব। চোখের ঠিক ওপরে এ আঘাত পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এ সিনেমার নির্মাতা মেহেদী হাসান।
মেহিদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যেমে জানান, শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন। কিছু সময় তাকে বিশ্রামে থাকতে হবে।
প্রসঙ্গতও, ‘বরবাদ’ সিনেমার শুটিং চলছে ভারতের মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে। সিনেমার নির্মাতা শুক্রবার (৮ নভেম্বর) রাতে গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ঘটনাটি ঘটে। তিনি আরো বলেন, আমাদের একটি দৃশ্য ছিল- দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে নিয়ে ছুটে যাই এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। তিনি প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।
উল্লেখ্য, ঢালিউড কিং শাকিব খান ‘বরবাদ’ শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের যান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন এ নায়ক। অন্যদিকে আসছে ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা। একসঙ্গে ২০টি দেশে এ মুক্তি পাবে বলে জানা গেছে। এটি দারুণ জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন এ সিনেমার নির্মাতা অনন্য মামুন।
আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৪ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি