রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের উমর বালাটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে।
সরজমিনে ও স্থানীয় সুত্রে জানা, উমর বালাটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়েের নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। নিয়মানুযায়ী প্রকল্পস্থলে নির্মাণ কাজের বিবরণ সংবলিত সাইনবোর্ড থাকার কথা থাকলেও তা টানানো হয়নি। ফলে এই কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। নিম্নমানের ইট, বালু, খোয়া ও জংধরা রড দিয়ে চলছে নির্মাণ কাজ। স্কুলের অভ্যন্তরীণ ঢালাই কাজে ব্যবহার করা হচ্ছে দুই-তিন নম্বর ও নম্বরবিহীন নিম্নমানের ইট এবং ইটের খোয়া। তবে সিডিউলে উন্নতমানের ইট, পাথর ও রড, সিমেন্ট, বালু দিয়ে কাজ করার কথা উল্লেখ রয়েছে।
স্থানীয় বাসিন্দা দুরুল হুদা বলেন, স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতির স্বেচ্ছাচারিতা আর নীরব ভূমিকার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমান সামগ্রী ও নম্বরবিহীন এসব ইট,বালু,জংধরা রড ব্যবহার করে কাজ করছেন। স্কুলের মাঠের পাশের দোকানদার শরিফুল ইসলামসহ স্থানীয় লোকজন বলেন, ডালাইয়ের পর লোকদেখানো শুধুমাত্র একদিন পানি দিলেও এরপর আর কোন পানি দেওয়া হয়নি।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাজের গুনগত মান সম্পর্কে ঠিকাদার এর কাছে জানতে চাইলে বলে, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কাজ হচ্ছে এবং ঢালাই দেওয়ার পর পানি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে বলেন স্কুল চলাকালীন সময়ে আমার চোখে পড়েনি।
অভিযুক্ত সঙ্গীতা এন্টারপ্রাইজের ঠিকাদার সেতু বলেন, বালু পাওয়া যাচ্ছে না, দলীয় কারণে কাজ বন্ধ করে রাখছি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, বর্তমানে আমার হাতের কাছে সিডিউল নেই, আমি শনিবার নিজে গিয়ে দেখবো। তিনি আরও বলেন বাংলাদেশের সব রডই ভালো।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৪ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি