ঠাকুরগাঁওয়ে জিটিভি’র জেলা প্রতিনিধি এমদাদুল হক ভূট্টো’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁও পৌর শহরের চৌরাস্তা মৌড়ে মানববন্ধন করেছে জেলার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইন্দ্রনাথ রায়, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবু তোরাব মানিক, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক এটিএম সামসুজ্জোহা, সদস্য সচিব বদরুল ইসলাম বিপ্লব, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, জনকণ্ঠ প্রতিনিধি এম জসিম, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, সাংবাদিক আশরাফুল ইসলাম , পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান , অনলাইন সাধারণ সম্পাদক জহির খান, মমিনুর রহমান বিশাল , রেজাউল করিম, জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি জ্যাকব খালকো, মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন , ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি ওবায়দুল্লাহ মাসুদ, পাহাড়ভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান , সাবেক ছাত্র নেতা বঙ্গবন্ধু পরিষদের পৌর সভাপতি নুরুল হুদা স্বপন, আদিবাসি নেতা সুবাস কজুর, জেসমিন কিসকু প্রমুখ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এছাড়াও মানববন্ধনে জেলা-উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ , নাগরিক কমিটি, ঠাকুরগাঁও ইযুথ ক্লাব, আদিবাসী ও খ্রীস্টান ঐক্য পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবী জানান। জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইন্দ্রনাথ রায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন সাংবাদ কর্মীদের সাথে আছি এবং থাকবো। সেই সাথে সংবাদকর্মীদের বিরুদ্ধে হয়রানি মূলক সকল মামলা বিনা পয়সায় পরিচালনার ঘোষনা দেন তিনি। এরপর সাংবাদিক নেতারা পরবর্তী করনীয় বিষয়ে জেলা পরিষদ ডাকবাংলোয় মতবিনিময়ে মিলিত হন।
প্রসঙ্গত: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের সংবাদ জিটিভিতে প্রচার করার জেরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দীন চাঁদাবাজি ও মানহানির অভিযোগ এনে গত ২৮ এপ্রিল জিটিভি’র জেলা প্রতিনিধি এমদাদুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি