পাবনা-৫ আসনের সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্স, ভাড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সদস্য আনিসুর জামান দোলনসহ মোট ১২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট গুলিতে আহত সুজন হোসেন নামের একজন ভুক্তভোগী বাদী হয়ে এ মামলা করেন। মামলার বাদী পেশায় একজন নাপিত।
জানা গেছে, গত ৪ আগস্ট ষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মামলার বাদীসহ গুলিবিদ্ধ হয়ে ৫০/৬০ জন ছাত্র-জনতা গুরুত্বর আহত হন এবং ২ জন শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় ১১ আগস্ট ১০৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছিল। ঐ ঘটনাকে কেন্দ্র করে উক্ত ২য় মামলাটি দায়ের করা হয়।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি