লাতিন আমেরিকার দেশ মেক্সিকো তে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১২ মে) স্থানীয় সময় সকালে মেক্সিকো – গুয়াতেমালা সীমান্তের কাছে চিয়াপাস উপকূলে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। এটির উৎপত্তিস্থল ছিলো ভূ-গর্ভের ৭৫ কিলোমিটার (৪৬.৬ মাইল) গভীরে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেক্সিকোর ন্যাশনাল সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, প্রামিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা।
এদিকে গুয়েতেমালার দুর্যোগ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফলে একাধিক স্থানে অবকাঠামোর ক্ষতি হয়েছে। সংস্থাটি জানিয়েছে, মেক্সিকোর সীমান্তবর্তী কোয়েটজালতেনাঙ্গো এবং সান মার্কোসে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়কসহ ভূমিধসেরও খবর পাওয়া গেছে।
মার্কিন সুনামি সতর্ককেন্দ্র ও মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।
উল্লেখ্য, ১৯৭৬ সালে গুয়েতেমালায় সাড়ে সাত মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে প্রায় ২৩ হাজার লোকের মৃত্যু হয়। স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্প ছিল এটি।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:১৩ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি