ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সোমবার ২০ জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনাদর্শের উপর আলোচনা,দোয়া মাহফিল ও অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ।
এ উপলক্ষ্যে এদিন রাণীশংকৈল ডিগ্রি কলেজ চত্বরের মুক্ত মঞ্চে পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ সভাপতি নুর নবী, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান জামান মনি, সাংগঠনিক সম্পাদক এমএস বকুল মজুমদার, মহিলা দলের আহবায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি প্রমুখ।
এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২২শে রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১১ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি