মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর তত্ত্ববধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মশিউর রহমানের নেতৃত্বে এসআই মোঃ ইমতিয়াজ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শুক্রবার (৭ এপ্রিল) রাতে চুরি ও ডাকাতি রোধকল্পে ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষার্থে অভিযানে নামে পুলিশ।
এসময় অভিযানে মৌলভীবাজারের কুখ্যাত দুর্ধর্ষ ডাকাত যার বিরুদ্ধে পূর্বে ১০ টি ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় এবং ২ (দুই) টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বজলু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুখ্যাত দুর্ধর্ষ ডাকাত উপজেলার বিন্নি গ্ৰামের মৃত দিলদার মিয়ার ছেলে বজলু মিয়া।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্ববধানে থানা এলাকায় চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার নিমিত্তে “টিম মৌলভীবাজার সদর মডেল থানা” পুলিশ বদ্ধপরিকর। ঈদের সময়ে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে।
ডিবিএন/এসডিআর/ মোস্তাফিজ বাপ্পি