“ভিক্ষুক নয়, এরা সংগ্রামী সদস্য”। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে গতকাল সোমবার (৯ জানুয়ারি) সংগ্রামী ১২৭ জন সদস্যের (ভিক্ষুক) মাঝে শীতবস্ত্র হিসাবে একটি করে কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে এদিন বিকালে পৌরশহরের ঈদগাঁও মাঠ সংলগ্ন গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংকের ঠাকুরগাঁওয়ের যোনাল ম্যানেজার রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যোনাল অডিট অফিসার আব্দুল আলীম মোল্লা, রাণীশংকৈল এরিয়া ম্যানেজার আব্দুল ওয়ারী, উপজেলা শাখা ব্যবস্থাপক আব্দুল বাতেন খন্দকার, গাজির হাট ডিগ্রি কলেজের প্রভাষক বিল্লাল হোসেন প্রমুখ।
বিতরণ কার্যক্রমে এ উপজেলার ১২ টি শাখায় গ্রামীণ ব্যাংকের নিজস্ব এবং তালিকাভুক্ত ১২৭ জন সংগ্রামী সদস্যের (ভিক্ষুক) প্রত্যেককে শীতবস্ত্র হিসাবে একটি করে কম্বল দেয়া হয়।
এসময় উপস্থিত সংগ্রামী (ভিক্ষুক) সদস্যরা চলমান প্রচন্ড শীতে এসব কম্বল পেয়ে অত্যন্ত খুশি হয়ে গ্রামীণ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত: ভিক্ষুকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সহায় সম্বলহীন, নিতান্ত অসহায় সংগ্রামী সদস্যদেরকে ক্ষুদ্র পরিসরে ঋণ দিয়ে কর্মমুখী করার লক্ষ্যে ২০০১ সালে থেকে গ্রামীণ ব্যাংক এ কার্যক্রম গ্রহণ করে আসছে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান