গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাবর আজমের দল। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
এশিয়া কাপের ১৬তম এই আসরের পর্দা উঠেছে পাকিস্তানের মুলতান শহরে। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টে নবাগত নেপালের বিপক্ষে টস জিতে উদ্বোধনী ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
র্যাঙ্কিং-শক্তিমত্তাসহ সব দিক থেকেই নেপাল বেশ পিছিয়ে পাকিস্তানের চেয়ে। কিন্তু তারপরও নিজেদের শক্তিশালী একাদশ নিয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেমেছে পাকিস্তান। ম্যাচের ১৮ ঘণ্টা আগেই তারা জানিয়ে দিয়েছিল তাদের একাদশে থাকছেন কারা।
পাকিস্তান একাদশ- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
নেপাল একাদশ- কুশাল ভুর্তাল, আসিফ শেখ, রোহিত পাওডেল (অধিনায়ক), আরিফ শেখ, কুশাল মাল্লা, দিপেন্দ্র সিং, গুলশান ঝা, সোমপাল কামি, কারান কেসি, সন্দ্বীপ লামিচানে ও ললিত রাজবানসি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম