অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নিয়েছেন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে সব মিলিয়ে এখন পর্যন্ত শপথ নিলেন ১৬ জন।
আজ রোববার (১১ আগস্ট) দুপুর ১২টা ৫৪ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠান আয়োজিত হয়।
এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় থাকা ফারুক-ই-আজমের শপথ নেয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় আরো ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথগ্রহণ করেন। এরই মধ্যে শপথ নেয়া প্রধান উপদেষ্টাসহ অন্যান্যদের মধ্যে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২১ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি