গত প্রায় এক মাস ধরে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৯ হাজার ৭৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যার মধ্যে শিশু নিহতের সংখ্যা কমপক্ষে ৪০০৮ জন।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
রোববার রাতে গাজার বুরেজি শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় আল আকসা হাসপাতাল এ খবর নিশ্চিত করেছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, শরণার্থী শিবির বা স্কুল কোনো কিছুই হামলা থেকে রেহাই পাচ্ছে না। ইসরায়েল সেনারা ধারাবাহিকভাবে তাদের হামলা অব্যাহত রাখছে। এ ছাড়া গাজার জাওয়াদাই রোববার রাতের হামলা ১০ জন নিহত হয়েছেন।
আল-জাজিরা জানিয়েছে, রোববার রাতের হামলার পর সোমবার ভোরের আগে অনেক এলাকায় জরুরি সেবা পৌঁছানো সম্ভব হয়নি। এজন্য মৃত্যুর সংখ্যা বাড়ছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। সেই সাথে ২৪৮ জনকে বন্দী করেও নিয়ে যায়। এরপর থেকে গত এক মাসে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের দেওয়া তথ্য মতে, চলমান সহিংসতায় ২৩ লাখ গাজাবাসীর মধ্যে ১৫ লাখই বাস্তুচ্যুত হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:২৪ | শুক্রবার
ডিবিএন/এসই/এমআরবি