বগুড়া শাজাহানপুরে আশেকপুরে আতঙ্কের আরেক নাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদার। তার অন্যতম সহযোগী আ’লীগ নেতা আবুজাফর ও ইনসান আলীর কর্মী নজরুল, আলমগীর, মুক্তার, আজিজ।
জানা গেছে, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পর থেকেই এলাকায় তান্ডব শুরু করেছে ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদার। আ’লীগ সরকারের পতনের পর রাজনৈতিক মুখোশ পাল্টিয়ে বিএনপির এ নেতার সাথে একযোগে চাঁদাবাজি ও সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে ইনসান আলীর কর্মীরা। ইনসান আলীর কর্মীরা নিজেদেরকে মামলা থেকে বাঁচাতে এবং দখলদারিত্ব বজায় রাখতেই ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদারের সাথে হাত মিলিয়েছে বলে জানায় তৃণমূল বিএনপি।
সাম্প্রতি উপজেলার জোড়া মাদ্রাসার অধ্যক্ষ এইচ এম শহিদুল ইসলামের দুর্নীতির কল রিকোর্ড ফাঁসের মাধ্যমে জানতে পারা যায়,ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী অধ্যক্ষের দুর্নীতি ধামাচাপা দিতে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করলে অধ্যক্ষ ১ লক্ষ টাকা দিলেও ভয় ভীতিতে রেখেছে ইদ্রিস আলী সাকিদার।
এছাড়া,কীটনাশক বাজারজাতকরণ প্রতিষ্ঠান এগ্রোল্যান্ড লিমিটেডের ক্রয়কৃত জমিতে বালু ভরাটের ঘটনায় আশেকপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ইদ্রিস আলী সাকিদারের নির্যাতনের শিকার হয়েছেন কোম্পানির সহকারী ব্যবস্থাপক মোঃ জাকিরুল ইসলাম।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, নতুন বাংলাদেশে এমন চাঁদাবাজ ও দখলদারদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের যথাযথ ভূমিকা প্রয়োজন।তাছাড়া এলাকাবাসী আরো জানান,স্বৈরাচারের শাসনামলের কিছু নেতা কর্মী মুখোশ পাল্টিয়ে আবারো দুর্নীতিতে লিপ্ত হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপি নেতা ইদ্রিস আলী সাকিদার জানান,একটি কুচক্রীমহল উদ্দেশ্য প্রণীতভাবে আমার বিষয়ে মিথ্যা অভিযোগ করছে।অধ্যক্ষ কল রিকোর্ডে তার কথা বলেনি।তিনি আরো জনানা,কল রিকোর্ড যে মিথ্যা সে মর্মে অধ্যক্ষ ভিডিও বার্তা দিয়েছে।তবে জাকিরুলের সাথে তার ভাইয়ের কথার কাটাকাটি হলে জাকিরুলকে আশেপাশের লোকজন চর থাপ্পড় দেই।তাছাড়া ওই ঘটনায় জাকিরুলের লোক জন থেকে তিনিও আহত হন বলে জানিয়েছেন।
তবে কল রিকোর্ড ফাঁসের বিষয়ে জোড়া নাজমুল হক মাদরাসার অধ্যক্ষের সাথে ফোন যোগাযোগ করলে তিনি ব্যস্ততা দেখিয়েছেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪৬ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি