ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। পুলিশ সব ধরনের নিরাপত্তা হুমকি বিশ্লেষণ করে ব্যবস্থা গ্রহণ করেছে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় শহিদ মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কমিশনার হাবিবুর রহমান বলেন, ২১ ফেব্রুয়ারি যেহেতু গভীর রাত এবং ঢাকা শহরের মানুষ কেন্দ্রীয় শহিদ মিনারের দিকে আসবে সেজন্য যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা রাখা হয়েছে। কিছু কিছু জায়গায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। কোনো কোনো জায়গা দিয়ে গাড়ি এদিকে ঢুকতে পারবে। পলাশীর মোড় দিয়ে শহিদ মিনারে আসার রাস্তা রাখা হয়েছে এবং বের হওয়ার রাস্তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত ২১ ঘণ্টা ঢাকার কিছু সড়ক বন্ধ থাকবে। এসব পথে চলাচলকারীদের বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।
যেসব সড়ক বন্ধ বা ডাইভারশন দেওয়া হবেঃ ১. শাহবাগ ক্রসিং ২. টিএসসি ক্রসিং ৩. দোয়েল চত্বর ক্রসিং ৪. হাইকোর্ট ক্রসিং ৫. শহিদুল্লাহ হল ক্রসিং ৬. জিমনেশিয়াম মাঠ গেইট ৭. রোমানা ক্রসিং ৮. জগন্নাথ হল ক্রসিং ৯. ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ১০. নীলক্ষেত ক্রসিং ১১. পলাশী ক্রসিং ১২. বকশি বাজার ক্রসিং ১৩. চাঁনখারপুল ক্রসিং।
যানবাহন চলাচলের বিকল্প রাস্তাঃ ১. কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং ২. শাহবাগ ক্রসিং-কাঁটাবন ক্রসিং-বাঁটা সিগনাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড ৩. শাহবাগ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং-কদমফোয়ারা ক্রসিং-হাইকোর্ট ক্রসিং-আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং ৪. হাইকোর্ট ক্রসিং-বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স-গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়িয়া ক্রসিং ৫. শাহবাগ ক্রসিং-হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং- বাংলামোটর ক্রসিং-সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং ৬. বকশীবাজার ক্রসিং-চাঁনখারপুল ক্রসিং-নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।
যেসব সড়কে প্রবেশ নিষেধঃ বকশি বাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক, চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক, উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়ক
পায়ে হেঁটে চলাচলের সড়কঃ পলাশী ক্রসিং থেকে শহিদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং।
গাড়ি পার্কিংয়ের স্থানঃ P-1→ জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি), P-2→ মোকাররম ভবন মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী), P-3→ নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং (সর্বসাধারণ)।
ডিএমপি কমিশনার বলেন, সমগ্র এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা আচ্ছাদিত থাকবে। আমাদের বোম্ব ডিস্পোজাল টিম, সোয়াট টিম, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ অন্যান্য টিম নিরাপদ দূরত্বে স্ট্যান্ডবাই থাকবে। শহিদ মিনার এলাকায় সার্বক্ষণিক তল্লাশি ব্যবস্থা এবং পেট্রলিংয়ের ব্যবস্থা রয়েছে। ড্রোন পেট্রলিং, মোবাইল পেট্রলিং এবং সাইবার পেট্রলিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যারা কেন্দ্রীয় শহিদ মিনারে আসবেন তাদের প্রতি আমাদের অনুরোধ সবাই পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখবেন এবং শৃঙ্খলা মেনে চলবেন। সব নাগরিকের কাছ থেকে পুলিশ সহনশীল আচরণ প্রত্যাশা করে।
বই মেলার নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, বইমেলায় আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সেখানে কন্ট্রোল রুম স্থাপন করে ক্যামেরার মাধ্যমে সব ধরনের সিকিউরিটি ইকুইপমেন্ট এবং সিকিউরিটি ইউনিট কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১০ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি