দেশের সব বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্র দ্রুত চালু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে সরকার চাইলে ভাড়া ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র গুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে বলেও জানিয়েছেন উচ্চ আদালত।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী কুইক রেন্টালের দায়মুক্তি আইন অবৈধ ঘোষণা করে এ রুল জারি করেন।
এদিন রিটের পক্ষে শুনানি করা আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, আদালত মন্তব্য করেছেন যে, দায়মুক্তি দিয়ে তৈরি করা আইন অবৈধ এবং এককভাবে কোনো ব্যক্তির কাছে ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না, যা সংবিধানের পরিপন্থী।
তিনি আরো বলেন, কুইক রেন্টাল আইন ছিল একটি ‘লুটপাটের বিশেষ বিধান’, যা বিদ্যুৎ সরবরাহ না করেও চুক্তির পুরো টাকা পেতে সুবিধা দিয়েছিল। ২০১০ সালের কুইক রেন্টাল সংক্রান্ত আইন অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ না করলেও কোম্পানিগুলো সম্পূর্ণ টাকা পেয়ে যেত, যা আইনগতভাবে লুটপাটকে সমর্থন করেছিল। হাইকোর্ট সরকারকে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। এতে জনগণ বিদ্যুৎ সুবিধা পেতে পারে। এর পাশাপাশি, সরকার যদি চায়, তাহলে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে।
এছাড়া, গত ২ সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত আইন এবং দায়মুক্তি বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। কুইক রেন্টালে দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ৬(২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।
আজ ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১৫ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি