আজ সোমবার (২৯ মে), রাত ৮ টায় এবারের আইপিএল ফাইনালে মাঠে নামছে উদ্বোধনী ম্যাচের সেই দুই প্রতিপক্ষ, চেন্নাই সুপার কিংস আর গুজরাট টাইটানস। এর আগে গত ৩১ মার্চ আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস।
এদিকে ঘরের মাঠে পরপর ২ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে আজ সোমাবার রাত ৮টায় হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। অন্যদিকে ২ বছর পর ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে চেন্নাই সুপার কিংস। এবার ট্রফি জিতলে মুম্বাই ইন্ডিয়ানসের ৫ বার আইপিএল জেতার রেকর্ড স্পর্শ করবে সিএসকে। আর অধিনায়ক হিসেবে রোহিত শর্মার রেকর্ড স্পর্শ করার সামনে মহেন্দ্র সিং ধোনি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি রান করেছেন গুজরাট টাইটানসের ওপেনার শুবমান গিল। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন গুজরাট টাইটানসেরই মহম্মদ সামি। ফলে ফাইনালে কিছুটা এগিয়ে থেকেই খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে সিএসকে-র ভরসা ধোনির বিস্ময়কর ক্রিকেট ব্রেইনের উপর। তাই এবারের ফাইনালে হবে অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই।
উল্লেখ্য, ফাইনালের আগে দুইবার মুখোমুখি হয়েছিল চেন্নাই ও গুজরাট। উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছিল চেন্নাই। জবাবে ইনিংসের ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় গুজরাট। পরের দেখাটা হয় প্লে-অফ খেলায়। ওই যাত্রায় ১৫ রানের জয়ে এখন ফাইনালে ধোনির দল। সব মিলিয়ে আইপিএলে ৪ বার সাক্ষাৎ হয়ে গেছে এই দুই দলের। সেখানে ৩ জয় গুজরাটের, আর চেন্নাই জিতেছে একটি ম্যাচে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি