সম্প্রতি জাপানের একটি আইসক্রিম প্রস্তুতকারী সংস্থা কয়েক লাখ টাকা দামের আইসক্রিম তৈরি করেছে। জাপানে এই আইসক্রিমের দাম ৮ লাখ ৭৩ হাজার ৪০০ ইয়েন, বাংলাদেশী টাকায় যার মূল্য ৬ লাখ ৭৩ হাজার ৬৯৯ টাকা। আর ৭ লাখ টাকার এই একটি আইসক্রিম তৈরিতে সময় লেগেছে দেড় বছর।
জাপানি সংস্থা ‘সিলাটো’ এই আইসক্রিম তৈরির মূল কাণ্ডারি। দাম শুনে স্বাভাবিকভাবেই বিস্মিত হয়েছেন আইসক্রিম প্রেমীরা। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, আইসক্রিম তৈরির প্রধান উপকরণগুলির একটি হল সাদা ট্রাফল। যা এমনিতে বেশ দুষ্প্রাপ্য। সচরাচর পাওয়া যায় না। যা পাওয়া যায় ইটালির আলবাতে। দামও অনেক বেশি। এক কেজি সাদা ট্রাফলের দাম ২ মিলিয়ন জাপানি ইয়েন, বাংলাদেশী টাকায় যা প্রায় ১৬ লাখ টাকার কাছাকাছি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসক্রিমের উপকরণ শুনে মনে হয় যে, স্বাদে লা জবাব হবে। দেখতেও কিন্তু কম লোভনীয় নয়। আইসক্রিমের উপরে থাকে চিজ়ের পুরু স্তর।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন