ঢাকা দক্ষিণ করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে চেম্বার আদালতে মামলা করা হয়েছে। আজ রোববার (৪ জুন) এ মামলা করা হয়।
‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের এমন বক্তব্য আপিল বিভাগের নজরে এনেছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।
গত ২৪ মে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে বিষয়টি নজরে আনেন তিনি। এসময় একটি দৈনিকে প্রকাশিত এমন বক্তব্য পড়ে শোনানো হলে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা আগে এটি দেখি।’
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরে আদালত থেকে বের হয়ে সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য আমীর উল ইসলাম বলেন, ‘এটা বড় রকমের অবক্ষয়। এজন্য আমরা প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম। আদালত বলেছেন, তারা দেখবে। আমরা প্রত্যাশা করছি পূর্ণাঙ্গ বেঞ্চ এটি দেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই বক্তব্যে বিচার বিভাগ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ মনক্ষুণ্ন হয়েছে। সারা দেশের মানুষ তাকিয়ে থাকে এই বিচার ব্যবস্থার দিকে। বিচারকদের কথা শুনলে গ্রামের একজন চাষীও বলতে পারেন ন্যায় বিচার পাব।’
ব্যারিস্টার আমীর বলেন, ‘মেয়র তাপস সুশীল সমাজ সম্পর্কেও কটাক্ষ করে কথা বলেছেন। বারের সিনিয়র আইনজীবীদের নিয়েও কটাক্ষ করেছেন। বিচার বিভাগকে হেয় করেছেন। এই অধিকার তিনি কোথায় পেয়েছেন? এটা অত্যন্ত ঔদ্ধতপূর্ণ। তার এ বক্তব্য আদালত অবমাননা।’
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন