উরুগুয়ে ১৯৯৭, ২০১৩ আসরে ফাইনালে দুইবার শিরোপা লড়াইয়ে নামলেও হতে পারেনি চ্যাম্পিয়ন। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় এবার ২০২৩ সালে সাফল্যের মুখ দেখল উরুগুয়ে। ইতালির স্বপ্ন ভেঙে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতল লুইস সুয়ারেজ, এডিনসন কাভানির উত্তরসূরীরা। ম্যাচের ৮৬ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেছেন লুসিয়ানো রদ্রিগেজ।
এদিন লা প্লাতায় ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে ৪০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। সবাই উল্লাস করছেন উরুগুয়ের হয়ে। মাঠে হাজির ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও।
বড়দের আসরে আর্জেন্টিনা জেতায় ইউরোপিয়ান আধিপত্যের অবসান হয়েছিল। এবার ছোটদের টুর্নামেন্টেও ঘটল একই ঘটনা। চার আসরে শিরোপা ঘরে তুলেছে ইউরোপিয়ান দল। উরুগুয়ে সেই ধারায় ছেদ টেনে দিয়েছে। তাতে ২০১১ সালের পর লাতিন অঞ্চল থেকে ট্রফি ঘরে তুলেছে কোনও দল। সর্বশেষ ২০১১ সালে ব্রাজিল শিরোপা জিতেছিল।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবারের টুর্নামেন্টের টপ স্কোরার ছিলেন ইতালির কাসাদেয়ি। ৭ গোল করলেও ফাইনালে ছিলেন নিষ্প্রভ।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি