সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর নতুন বছরের প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর এক মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সসাসের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, সসাসের সহকারী নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সসাসের অর্থ-সম্পাদক তৌহিদুজ্জামান, সাহিত্য সম্পাদক মোশাররফ মুন্না, সংগীত পরিচালক রাশেদুল ইসলাম, নাট্য সম্পাদক নাজমুস সাকিব, আইটি ও প্রচার সম্পাদক মাহ্দী হাসান, প্রকাশনা সম্পাদক ওয়াহেদুজ্জামান আহমেদ, তেলাওয়াত সম্পাদক ডি এম যুবায়ের ইসলাম, শিশু-কিশোর সম্পাদক জাকির হোসাইন, শিল্প সম্পাদক আবু-জার গিফারি, মিডিয়া সম্পাদক ইস্পাহানী সরকার, আবৃত্তি উপস্থাপনা সম্পাদক শাফায়াত খান, আইটি ও প্রচার সহকারি তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল নোমান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সুস্থ বিনোদন ও দেশীয় সংস্কৃতির বিকাশে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) নিরন্তর কাজ করে যাচ্ছে। সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি নতুন বছরকে ঘিরে সসাসের এবারের দৃষ্টি নন্দন একেকটি প্রকাশনা সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে মুখপত্রের ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুস্থ সংস্কৃতি চর্চায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
নতুন প্রকাশনা সামগ্রীর মধ্যে রয়েছেঃ ক্যালেন্ডার, ডায়েরি, দেয়ালিকা, স্টিকার, কলম, দেয়াল ঘড়ি, গানের বই, চাবির রিং ইত্যাদি।