মৌলভীবাজারে কর আইনজীবিদের আয়কর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কার্যালয়ের উপকর কমিশনার (সার্কেল-১৩) এনামুল হাসান আল- নোমান। বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা কর আইনজীবি সমিতির আয়োজনে আইজীবিবার হলে আয়কর বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কর আইনজীবি সমিতির সভাপতি বদরুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুল হোসেন চৌধুরী মুকুলের উপস্থাপনায় অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আইনজীবি মাহমুদুর রহমান, জেলা ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন প্রমুখ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সভায় আয়কর আইনের বিভিন্ন বিষয়ে বিষদ আলোচনা হয়। প্রবাসী অধ্যূষিত মৌলভীবাজার জেলায় আয়কর দাতাদের মধ্যে অনেকের এই আইন সম্পর্কে সাধারণ ধারনা না থাকায় ছোট ছোট কিছু ভূল হয়ে থাকে। ফলে রিটার্ন জমা দিতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়। এই ভুলগুলো সংশোধন করা গেলে ভোগান্তি কমে যাবে এবং দ্রুততম সময়ে যথাযথ সেবা পাবেন আয়কর দাতারা।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি