সারাদেশে তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী ৪ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
মাহবুবুর রহমান তুহিন বলেন, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উল্লেখ্য, আগামী ৩ থেকে ৪ দিন দেশব্যাপী তীব্র গরম থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বেশিরভাগ জায়গাতেই ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এ সময় সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন