মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা-(প্রতিনিধি)
কুমিল্লার হোমনায় মনোয়ারা বেগম (৫৫) নামের এক অসহায় চিরকুমারী অন্ধ নারীকে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আজগর আলী। মনোয়ারা বেগম জয়পুর ইউনিয়নের খন্দকারচর গ্রামের কালু মিয়ার মেয়ে। সে শরীরিক, দৃষ্টি ও বুদ্ধিপ্রতিবন্ধি ও চির কুমারী।
জানা যায় ২২ জুলাই সোমবার চিরকুমারী মনোয়ারা বেগম সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আবুল হাসেমের মাধ্যমে ইউএনও আজগর আলীর নিকট মানবিক সাহায্যের আবেদন করেন। তখন উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁর বিদায় সংবর্ধনা চলছিল। সভামঞ্চ থেকে উঠে এসে ইউএনও’ র দরিদ্র তহবিল থেকে ১ বান্ডেল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রস্তুত করার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে( পিআইও) নির্দেশদেন। পরে সংবর্ধনার এক ফাঁকে এসে ঢেউটিন ও চেক মহিলার হাতে তুলেদেন।
এ সময় অন্যানের মধ্যে হোমনা পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন বাবুল,হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, পিআইও নাহিদ আহাম্মেদ জাকির,ইউপি চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলাম মোল্লা ও ওয়ার্ড মেম্বার আবুল হাসেম সহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।