রাজধানীতে এক লাফে আটগুণ বেড়েছে কাঁচামরিচের ঝাল। মাত্র এক মাসের ব্যবধানে রাজধানীর বাজারে ২০-২৫ টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে। অজুহাত হিসেবে বন্যায় মরিচের ক্ষেত নষ্ট হওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হুঁশিয়ার করে বলছে, বন্যাকে অজুহাত করে বাজার কারসাজির চেষ্টা হলে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
দেশে কাঁচামরিচের অন্যতম বড় বাজার মানিকগঞ্জের বরঙ্গাইল। এ বাজারে আড়তদারদের কাছে কিছুদিন আগেই কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকায় মরিচ বিক্রি করতেন কৃষকরা। আর এখন বিক্রি করছেন ১২০ থেকে ১৩০ টাকায়।সেই কাঁচামরিচ রাজধানীর পাইকারি বাজারে কেজিতে ২০ থেকে ৫০ টাকা বাড়িয়ে বিক্রি করেন বরঙ্গাইলের মরিচ ব্যবসায়ীরা।রাজধানীর কাঁচাবাজারের দোকানিরা জানান, ১৬০ টাকায় কিনে তারা কেজিপ্রতি মরিচ বিক্রি করছেন ২০০ টাকায়।এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, কোনো অজুহাতেই কারসাজি মানা হবে না।তবে কেবল হুঁশিয়ারি শুনেই সন্তুষ্ট থাকতে চান না ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের বাস্তব পদক্ষেপ দেখতে চান তারা।
সুত্র : আর টি ভি