হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বালিয়াডাঙ্গী মহাসড়কে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও আশা’র কর্মী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কের নেকমরদ আমপাথারী নতুন মার্কেটের ( নয়াবাজার) ব্রীজের পার্শ্বে এ ঘটনা ঘটে।
নিহত এনজিও কর্মী মনিরুল ইসলাম (৪২) রাণীশংকৈল উপজেলার নেকমরদ শাখায় কর্মরত ছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঘনেকৃষ্টপুর গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রমতে সকালে টিম ওয়ার্কে বের হয়েছিলেন মনিরুল ইসলাম। নেকমরদ বাজার থেকে বালিয়াডাঙ্গী’র উদ্দেশ্যে আসা একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় মনির। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানাযায় সম্প্রতি বেসরকারি এনজিও আশা কর্মীদের- গ্রাহকদের নিকট বকেয়া আদায়ের জন্য ছুটির দিন শুক্রবারও টিম ওয়ার্কে বের করাচ্ছেন। এটি বাধ্যতামূলক করায় কিছু বলতেও পারছেন না কর্মীরা।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, নছিমনটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
হুমায়ুন কবির
রাণীশংকৈল ঠাকুরগাঁও
০১৭৭৬৮২৪১৯৮