বিশ্বকাপ উন্মাদনা শেষ। ছয় সপ্তাহের মহারণ শেষে পর্দা নেমেছে ইংল্যান্ড বিশ্বকাপের। বিশ্বকাপের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব শেষে আবারো ব্যস্ততা শুরু মাশরাফি-তামিমদের।
এই সফরকে সামনে রেখে দেয়া হবে ১৪ সদস্যের দল। নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান। তবে এই সিরিজে দলে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং লিটন দাস। হজ্ব পালনের জন্য ছুটিতে থাকবেন সাকিব আর লিটন বসবেন বিয়ের পিঁড়িতে। তবে এই দু’জনের অনুপস্থিতি দলে খুব একটা প্রভাব ফেলবে না বলেও বিশ্বাস তার।
আকরাম খান বলেন, ১৭ তারিখে টিম প্রাকটিস শুরু করবে। সম্ভবত মঙ্গলবারই আমরা টিমটা দিয়ে দিবো। আমরা ১৪ জন পাঠাবার প্লান করেছি। হয়তো একজন বাড়তে পারে। সাকিব হজে যাচ্ছে। ওকে তো আমরা মিস করবোই। আর লিটনের বিয়ে তো অনেক আগে থেকেই ঠিক ছিল। এই দুজনকে আমরা মিস করবো। তাছাড়া বাকি সবাই যাচ্ছে।
আগামী ২৩ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা হবে টিম বাংলাদেশ। সফরের তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোতে।