১৫ জুলাই ২০১৯ খ্রিঃ, সোমবার।
প্রদীপ কুমার দেবনাথ, ( ব্রাহ্মণবাড়িয়া) –
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবের মরদেহে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দ ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১ টার সময় তাদের প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা জাতীয় পার্টির আহবায়ক, সাবেক সাংসদ এডভোকেট জিয়াউল হক মৃধা, সদস্য সচিব কাজী মামুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা উত্তর জাতীয় পার্টির নেতা শাহনুল করিম গরীবুল্লাহ সেলিম, সৈয়দ মোকাব্বর, সৈয়দ আজিজ, আনিস, দেলোয়ার, মামুন, সোলাইমান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আবেগজড়িত কন্ঠে গরীবুল্লাহ সেলিম বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা গ্রাম-শহরের উন্নয়নের সফল রুপকার ছিলেন। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রত্যেকটি ক্ষেত্রে তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে শৃংঙ্খলা ও উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হয়েছিল। হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবের ৯ বছর শাসনকাল ছিল বাংলাদেশের উন্নয়নের স্বর্ণযুগ। তিনি সংসদে বিনয়ী ও বাংলাদেশের সবচেয়ে ভদ্র রাজনীতিবিদ হিসেবে পরিচিত। উপজেলা প্রবর্তনের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় উন্নয়নের বিপ্লব সাধন করেছিলেন তিনি। অবকাঠামোগত উন্নয়নের মহানায়ক ছিলেন এই বর্নাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। ৬৮ হাজার গ্রামের মানুষ, সাধারণ কৃষক – শ্রমিক – আপামর জনতা ভালবেসে তাকে ‘পল্লীবন্ধু এরশাদ’ উপাধি দিয়েছিল। আল্লাহ যেন মহান এই রাজনৈতিক কবিকে বেহেশত দান করেন।