এল.কে.লিমন খান ঝালকাঠিঃ ঝালকাঠি থানা এলাকায় মাদক-চুরি-ডাকাতি কিংবা রাহাজানি কোনভাবে সহ্য করা হবে না অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান। ১৫ জুলাই সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে ঝালকাঠি সদর থানায় পরিদর্শনে আসলে তিনি সকল অফিসারদের উদ্দ্যেশে উপরোক্ত কথা বলেন। অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান ঝালকাঠি সদর থানায় পৌছালে প্রথমে তাকে সশ¯্র ছালাম দেওয়ার পাশাপাশি তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, সেকেন্ড অফিসার গৌতম কুমার ঘোষ, এস আই সরোয়ার, এসআই দেলোয়ার, এসআই মামুন, এসআই আনোয়ারসহ অন্যান্য এসআই ও এএসআইসহ কনস্টেবল গন উপস্থিত ছিলেন। এম এম মাহমুদ হাসান থানার সার্বিক কার্যক্রম দেখে মুগ্ধ হয়ে সকলকে আন্তরিকভাবে থানায় সেবা নিতে আসা ও ক্ষতিগ্রস্থ নিরীহ সাধারনদের পাশে থাকার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, থানায় কেউ বেড়াতে আসে না যারা আসে তারা কোন না কোন কারনে থানায় সেবা নিতে আসে তাই তাদের প্রকৃত সেবার মধ্য দিয়ে পুলিশের ভাবমূর্তি ধরে রাখার কঠিন চ্যালেঞ্জকে সাদরে গ্রহন করার আহবান জানান।