জিব্রাল্টার প্রণালীতে আটক তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-ওয়ানকে মুক্তি না দিলে ব্রিটেনের কর্মকাণ্ড বিনা জবাবে পার পাবে না বলে জানিয়েছেন ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ। খবর পার্সটুডের।
তিনি বলেন, বেআইনিভাবে ট্যাংকার আটক করে ব্রিটেন যে ভুল করেছে সেই ভুলের পুনরাবৃত্তি হওয়া উচিত হবে না। ইরানি জাহাজ কোনও আইন বা প্রথা ভঙ্গ করেনি কিন্তু ব্রিটেন দস্যুতার মাধ্যমে নিশ্চিতভাবে তা করেছে। হামিদ বায়েদিনেজাদ তার টুইটার পেইজে এসব কথা লিখেছেন।ইরানি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইরানি তেল ট্যাংকার ও কার্গোকে মুক্তি দিতে ব্যর্থ হলে ব্রিটিশ পদক্ষেপ বিনা জবাবে পার পাবে না।গত ৪ জুলাই ব্রিটিশ নিয়ন্ত্রিত জিব্রাল্টার প্রণালী থেকে ইরানি তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-ওয়ান আটক করে ব্রিটিশ মেরিন সেনারা। মার্কিন চাপের মুখে তারা এ কাজ করে। গতকাল জাহাজের সব ক্রুকে মুক্তি দিয়েছে জিব্রাল্টার কর্তৃপক্ষ। তবে জাহাজের বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে তারা।
সুত্র : আর টি ভি