অবিরাম বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। নতুন নতুন এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও বানভাসী মানুষ বলছেন ভিন্ন কথা।
স্থানীয়রা বলেন, চারদিন ধরে চুলায় ভাত রান্না করতে পারছি না। বাচ্চা-কাচ্চা, গরু-বাছুড় নিয়ে বিপদে আছি।
অন্যদিকে সরকারি সহায়তা না পাওয়ার পাশাপাশি জনপ্রতিনিধিদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ বানভাসী মানুষের। তারা বলেন, কেউ আমাদের দেখতে আসেন নি, খবরও নেন নি।
তবে পর্যাপ্ত সহযোগিতা দেয়ার কথা জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। তিনি জানান, জলার সবকটি উপজেলায় দুর্গতদের মধ্যে ৩০০ মেট্রিকটন চাল, ৩ হাজার ৭৬৫ প্যাকেট শুকনো খাবার ও আড়াই লাখ টাকা বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, দোয়ারাবাজার উপজেলা ছাড়াও নতুন নতুন এলাকা বন্যা কবলিত হচ্ছে।