বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। একটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আয়ের খাতগুলোর যেমন যথাযথ তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে, তেমনিভাবে আগামীর সম্ভাবনাময় খাতগুলোর উন্নয়নে ও ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা বাঞ্ছনীয় । বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পরেই সবচেয়ে সম্ভাবনাময় অন্যতম চামড়া শিল্প। তবু ও বাণিজ্যিক ভারসাম্য সর্বদাই আমাদের প্রতিকূলে !! রাজনৈতিক অস্থিতিশীলতা, শিল্প নগরী স্থানান্তর নিয়ে জটিলতা আর বিশ্ব বাজারের দরপতন, আন্তর্জাতিক যোগাযোগের অভাব এবং সুনির্দিষ্ট প্লাটফর্মের অভাবে বাংলাদেশের চামড়া রপ্তানি শিল্প উন্নতি লাভ করতে পারছে না। চামড়া রপ্তানি খাতে রয়েছে বিভিন্ন রকমের সমস্যা ও বাধা ।সন্দেহ নেই বাংলাদেশের জন্য চামড়া শিল্প অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত, যা সুষ্ঠ পরিচালনা ও যথার্থ উদ্যোগের মাধ্যমে এগিয়ে নিতে পারলে বিশ্ব বাজারে চামড়া শিল্পের সহজ ও কার্যকর প্রবেশাধিকার অর্জন এবং দ্রুত পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় টিকে থাকার জন্য জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিপুল সম্ভাবনা থাকার পরও এ খাতের বিকাশ সঠিকভাবে হচ্ছে না। চামড়া শিল্পের আন্তর্জাতিক বাজার হারাচ্ছে বাংলাদেশ।
নানা সমস্যার পরও যখন চামড়া শিল্পে বিপুল সম্ভাবনা বিদ্যমান সেই সম্ভাবনা কে কাজে লাগাতে Aristaexport.com. অনলাইন প্লাটফর্মের মাধ্যমে চামড়া ও চামড়া জাত পণ্য আন্তর্জাতিক ক্রেতার নিকট পৌঁছে দিতে দঢ় পরিকল্পনাবদ্ধ । এটি বাংলাদেশে সর্ববৃহৎ অনলাইন সোর্সিং ও রপ্তানি প্ল্যাটফর্ম । Aristaexport.com. প্লাটফর্ম এর মাধ্যমে আপনি
- পণ্যের সঠিক বাজারজাতকরণ,
- আন্তর্জাতিক বাজার ও ক্রেতা মনিটরিং,
- প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের নিকট পৌঁছে দেওয়া,
- সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে আপনার পণ্যের ব্র্যান্ডিং
- অভ্যন্তরীণ / আউটবাউন্ড ডিজিটাল সুবিধা প্রদানের মাধ্যমে আপনার পণ্য সমগ্র বিশ্বে পৌঁছে দেওয়া,
- আন্তর্জাতিক বাজার প্রদর্শন করতে সহায়তা-করণ,
- আন্তর্জাতিক ক্রেতাদের সাথে সরবরাহকারীকে সংযুক্ত করা ,
- নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং
- একটি স্বচ্ছ রপ্তানি ব্যবসায়িক মান বজায় রাখা।
তাছাড়া ও Aristaexport.com অন্তর্ভুক্ত সদস্যবৃন্দ/উদ্যোক্তাদের অনলাইন বাজার সম্পর্কে প্রশিক্ষণ ও তাদের পণ্য প্রাথমিকভাবে তিন মাস কোন ফি ছাড়াই আন্তর্জাতিক পরিসরে প্রচার করবেন। রপ্তানি বাস্কেট বাড়াতে বাংলাদেশের চামড়া ও চামড়া-জাত পণ্য রপ্তানি কারকদের জন্য এটি একটি সুবর্ণ সূচনা।
Aristaexport.com প্লাটফর্ম এর মাধ্যমে সঠিক বাজারজাতকরণ করে, চামড়া ও চামড়া-জাত পণ্য রপ্তানিকারকরা এ খাতের বিভিন্ন স্তরে লাভবান হতে পারেন । দেশিয় উদ্যোক্তাদের উৎসাহিত, বিদেশী বিনিয়োগের প্রতি আকৃষ্ট করতে বহুমুখী চামড়া-জাত পণ্য রপ্তানিতে উদ্যোক্তাদের আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান Aristaexport.com প্লাটফর্মে ।
মেম্বারশীপ প্যাকেজসমূহ:
১- গোল্ড প্যাকেজ: ১২০০০৳ (বাৎসরিক) ৩০টি পণ্য প্রদর্শন করা যাবে।
২- প্লাটিনাম প্যাকেজ : ১৮০০০৳ (বাৎসরিক) অগণিত পণ্য প্রদর্শন করা যাবে।
৩- সিলভার প্যাকেজ (৩ মাস ফ্রি) ৫ টি পণ্য প্রদর্শন করা যাবে)
বি : দ্র [ ২ টি কিস্তিতে টাকা পরিশোধ করা যাবে (শুধুমাএ প্লাটিনাম প্যাকেজ ব্যবহারকারী পাচ্ছেন এই ছাড়) ।
না বললেই নয় ! স্মুথ গ্রেইন, গুণগত মানসম্পন্ন চামড়া আর ভালো মানের কাঁচামালের প্রাপ্যতার কারণে সারা বিশ্বে বাংলাদেশের চামড়া এবং চামড়া জাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু বাংলাদেশ বিশ্বের নাম করা ব্র্যান্ডগুলোর দৃষ্টি আকর্ষণে সম্ভাবনাময় চামড়া শিল্প কয়েকটি বাজার ঘিরে আটকে পরে আছে।
আমাদের এ চামড়া শিল্পের সম্ভাবনাকে বাস্তবায়িত করতে Aristaexport.com অনলাইনে স্বল্প খরচ ও সময় সাপেক্ষে সুনির্দিষ্ট প্লাটফর্মের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক পরিসরে কাজ করছে। তৈরি পোশাক শিল্পের পরই সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে চামড়া-জাত পণ্য রপ্তানি থেকে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ধারণা করছেন ২০২১ সালের মধ্যে এই খাত থেকে আয় পাঁচশ কোটি ডলার ছাড়িয়ে যাবে । বাংলাদেশের জন্য একটি বিরাট সম্ভাবনাময় ক্ষেত্র। চামড়া শিল্পের বোদ্ধাদের মতে ‘ফরাসিদের ফ্রেঞ্চ কাফের’ পর মানের দিক থেকে আমাদের দেশের চামড়াই দুনিয়ার সেরা।
বৈশ্বিক রিপোর্ট এর তথ্য অনুযায়ী চামড়ার বড় বাজারগুলোর মধ্যে রয়েছে-যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, নেপাল, অস্ট্রেলিয়া ও তাইওয়ান ইতালি, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, ব্রাজিল, রাশিয়া, চীন, সিংগাপুর, স্পেন, পোল্যান্ড, । তবে বাংলাদেশের চামড়া-জাত পণ্যের সবচেয়ে বড় ক্রেতা জাপান।
তাই বিনিয়োগের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক শক্তির ভবিষ্যৎ চামড়া শিল্প গুরুত্ব দেওয়ার কোনও বিকল্প নেই। আন্তর্জাতিক ক্রেতাদের নিকট আপনার চামড়া-জাত তৈরি পণ্য স্বল্প খরচ ও সময় সাপেক্ষে রপ্তানি করে আপনি ও হয়ে উঠতে পারেন একজন সফল রপ্তানি কারক। Aristaexport.com একটি রপ্তানি / আমদানি প্ল্যাটফর্ম হিসাবে সর্বোচ্চ দক্ষতা এবং সঠিক কৌশলগত পরিকল্পনা সঙ্গে দেশীয় শিল্প আন্তর্জাতিক আঙ্গিনায় পৌঁছাতে ২৪/৭ ঘণ্টা তৎপর।
যোগাযোগের ঠিকানা:
বারেক ম্যানশন ৩/৫৮/ ১০/এ ফ্রি স্কুল স্ট্রিট , পান্থপথ, ঢাকা ১২০৫ ( বসুন্ধরা মার্কেটের বিপরীত পাশে)
টেলিফোন.০৯৬১৭৪০০-৫০০
ওয়েবসাইট- https://www.aristaexport.com/
ইমেইল- support@aristaexport.com