মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি বেনাপোল কাস্টমস হাউজ পরিদর্শন করেন।(রবিবার ০৭ই জুলাই) সকাল ৮ টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমান যোগে ঢাকা থেকে যশোর এসে পৌঁছান। সকাল সাড়ে ৯টার দিকে এনবিআর চেয়ারম্যান বেনাপোল কাস্টম হাউসে পৌঁছালে কাস্টম কমিশনার বেলাল হোসাইন চৌধুরী তাকে লালগালিচা এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এনবিআর চেয়ারম্যান পদে কাস্টমস কমিশনারের এর সাথে করে বেনাপোল চেকপোস্টে যান এবং রুটিন মোতাবেক পাসপোর্ট যাত্রীদের সুবিধার্থে গ্রহণ করা হ্যান্ড ট্রলি উদ্বোধন করেন।এ ব্যাপারে এনবিআর চেয়ারম্যান সেখানকার হ্যান্ডলিং শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের রুটি-রুজি বন্ধের অভিযোগের ওপর গুরুত্ব রেখে শ্রমিকদের কে আশ্বস্তের কথা জানিয়ে গেলেন।পরে এনবিআর চেয়ারম্যান লিংক রোড পরিদর্শন ও পণ্য আমদানি উন্মুক্ত করণ প্রক্রিয়া ফিতা কেটে কার্যক্রম চালু করেন।এছাড়াও বেনাপোল বন্দরে কাস্টমস হাউজের বসানো পণ্য আমদানি-রপ্তানির পরিমাপক যন্ত্র এবং পরীক্ষণ যন্ত্রের স্থানগুলো ঘুরে ফিরে দেখেন।আমদানি- রপ্তানির ক্ষেত্রে কাস্টমসের নেয়া পদক্ষেপের ব্যাপারে বন্দর ব্যবহারকারী আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীবৃন্দ সিএন্ডএফ অ্যাসোসিয়েশন এর কর্মকর্তাবৃন্দ এবং সর্বোপরি বিকাল ৩টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন বলে কাস্টমস এর পক্ষ থেকে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়েছে।