সিটি করপোরেশনের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার (৭ জুলাই) থেকে রাজধানীর তিন রুটে রিকশা চলাচল বন্ধ রয়েছে।
এতে অফিস ও স্কুলগামী শিক্ষার্থী, নারী, শিশুরা পড়েছেন বিপাকে। অনেকে পায়ে হেঁটে রওয়ানা হোন নির্দিষ্ট গন্তব্যে।
বিকল্প ব্যবস্থা না করে রিকশা বন্ধ করায় ক্ষোভ জানিয়েছেন কর্মজীবীরা। রিকশা কম থাকায় সিএনজি বা অন্য যানবাহনে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে সকাল থেকেই সিটি করপোরেশন বা পুলিশ কাউকেই রিকশা বন্ধের তদারকি করতে সড়কে দেখা যায়নি।
কুড়িল বিশ্বরোড-সায়েদাবাদ, গাবতলী-আজিমপুর, সায়েন্সল্যাব থেকে শাহবাগ-এ তিন রুটে রিকশা চলাচল বন্ধ রয়েছে।