মোঃলোকমান হোসেন(রানা),যশোর জেলা প্রতিনিধি:-যশোর র্যাব-৬ এর অভিয়ানে ২১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়েছে।র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা,মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধান এবং ডিজি র্যাব ফোর্সেস মহোদয়ের নির্দেশনায় র্যাব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে।(শনিবার ০৬ই জুুলাই)ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬,সিপিসি-৩,যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার মনিরামপুর থানাধীন বিজয়রামপুর সাকিনস্থ কেশবপুর গামী রাস্তার পূর্বে তালতলা মোড় বালিয়া ডাঙ্গা কলেজ রোডের সম্মুখ রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২১৬ পিস ইয়বা ট্যাবলেটসহ মোঃএমামুল হোসেন বেপারী (২৩)কে আটক করে।আটক মাদক ব্যবসায়ী এনামুল হোসেন আব্দুল মজিদ বেপারীর ছেলে।যশোর র্যাব-৬ সিপিসি-৩,যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের অভিযান চালিয়ে ২১৬ পিস ইয়বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।ধৃত আসামী ও সহযোগীদেরকে ধৃত করে আইনামলে আনার জন্য অভিযান অব্যাহত আছে।পরবর্তীতে আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারণি ক্রমিক ১০ এর (ক) ধারায় যশোর জেলার মনিরামপুর থানায় নিয়মিত মামলা রুজু করার জন্য সোর্পদ করা হয়েছে।