সৌন্দর্য-প্রেমী নগরীর মানুষের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে দেশীয় শিল্প । আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক বাজারে দেশীও পণ্যের বাজার সম্প্রসারণে রপ্তানি বাণিজ্য কার্যক্রমকে আর ও সহজ করতে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশের প্রথম B2B (বিজনেস টু বিজনেস ) আমদানি / রপ্তানি বাণিজ্য প্লাটফর্ম Aristaexport.com ।
Aristaexport.com একটি নির্ভরযোগ্য অনলাইন ভিত্তিক আমদানি / রপ্তানি বাণিজ্য প্লাটফর্ম যেখানে বাংলাদেশের ম্যানুফ্যাকচারার, সাপ্লাইয়ার, এক্সপোর্টার এবং প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য, সৃজনশীল উদ্ভাবন বিশ্বের সামনে তুলে ধরতে পারবে। রপ্তানি ব্যবসার উন্নতির ধারাবাহিকতায় একটি নতুন মাত্রা যোগ হবে এবং বাংলাদেশের হস্ত ও কুটির শিল্পজাত পণ্য আন্তর্জাতিক বাজারে বহিঃপ্রকাশ পাবে। বিদেশি ক্রেতা এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মাঝে Aristaexport.com একটি সেতুবন্ধন হয়ে কাজ করবে।
বিশ্ববাজারে বাংলাদেশের হস্ত ও কুটির শিল্পজাত ,তাঁত শিল্প, মৃৎ শিল্প, বাঁশ ও বেত শিল্প, বিড়ি শিল্প, কাসা ও পিতল শিল্প, শঙ্খ ও ঝিনুক শিল্প পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশে রয়েছে এ ধরনের পণ্যের অসংখ্য উদ্যোক্তা। অথচ যোগাযোগ ও সুন্দরভাবে উপস্থাপনের অভাবে প্রতিনিয়ত ঝড়ে পড়ছে উদ্যোক্তারা । সেই সাথে বাংলাদেশ থেকে বিদেশিরা মুখ ফিরিয়ে নিচ্ছে । Aristaexport.com আমদানি নির্ভরতা কাটিয়ে সমগ্র বিশ্ব জুড়ে প্রকৃতি বান্ধব পণ্য ঘরে ঘরে পৌঁছে দিতে দেশিও উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে সব তথ্য ও সেবা প্রদান করতে আন্তর্জাতিক পরিসরে কাজ করছে ।
তাছাড়া ও হস্তশিল্পের উদ্যোক্তাদের অনলাইন বাজার সম্পর্কে প্রশিক্ষণ ও তাদের পণ্য নিজের প্ল্যাটফর্মের মাধ্যমে কোনও ফি ছাড়াই প্রচার করবেন Aristaexport.com । দেশীয় উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার জন্য এবং বিশ্বের যে কোনও দেশের সাথে এ দেশের রপ্তানি ব্যবসায়ীদের ব্যবসায়ীক সকল তথ্য এবং সুবিধা দিবে এই প্রতিষ্ঠান। এরই মধ্যে অনলাইন সেবা দিতে শুরু করেছে Aristaexport.com ।
দেশিও উদ্যোক্তা ও আন্তর্জাতিক ক্রেতা বিক্রেতাদের মধ্যে এক ধরনের যোগাযোগ স্থাপনের মাধ্যমেই সম্প্রসারিত হবে দেশিও পণ্যের বাজার।দেশের তৈরি মানসম্মত পণ্য আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা দিতে এবং নতুন নতুন ক্রেতা গোষ্ঠী গড়ে তোলতে Aristaexport.com অঙ্গীকারবদ্ধ ।
Aristaexport.com এর মাধ্যমে বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরি পণ্য বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে পৌঁছে যাবে।বিজনেস টু বিজনেস সার্ভিসের মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠান বা উদ্যোক্তাদের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দেবে Aristaexport.com। বিশ্বের ৫০টির বেশি দেশে বর্তমানে হ্যান্ডিক্রাফট রফতানি হচ্ছে।উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো মূলত বাংলাদেশের হ্যান্ডিক্রাফটের বড় বাজার। বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্ত করার সুযোগ রয়েছে।
ভিন্ন ধারার Aristaexport.com আন্তর্জাতিক পরিসরে দেশিও পণ্যের বাজার সম্প্রসারণে বিশ্বজুড়ে দেশী পণ্যের প্রদর্শনী করবে ও বিদেশী ক্রেতার সাথে দেশী বিক্রেতার সখ্যতা গড়ে তুলতে ও যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামীতে¬ আন্তর্জাতিক পরিসরে দেশীয় বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে দেশে অসংখ্য হস্তশিল্প উদ্যোক্তা রয়েছেন। স্বল্প পরিসরে পাটজাত পণ্য, বাঁশ-বেতের ঝুড়ি, চামড়ার তৈরি ব্রেসলেট, মানিব্যাগ, মৃৎশিল্প জাত পণ্য, কাগজ ও কাঠের তৈরি পণ্য, নকশি কাঁথা ইত্যাদি বিভিন্ন দেশে রপ্তানি করছেন তারা।এই উদ্যোগের ফলে হস্ত ও কুটির শিল্প উপকৃত হবে। উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি বায়ারদের সম্পর্ক তৈরি হবে। হস্ত ও কুটির শিল্প নতুন আলোর মুখ দেখবে।’ অনেক উদ্যোক্তা এরই মধ্যে Aristaexport.com এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। অনেকে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশও করেছেন।
অন্তর্ভুক্ত সদস্যবৃন্দ আন্তর্জাতিক ক্রেতা পাবার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তিন স্তরে সদস্য হবার সুযোগ রয়েছে।প্রাথমিকভাবে তিন মাস উদ্যোক্তাদের কাছ থেকে কোনও ফি নেওয়া হবে না। কোনও ধরণের ফি ছাড়া প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের কাজটি হাতে-কলমে শিখিয়ে দেওয়া হবে।’
দেশের তৈরি মানসম্মত পণ্য আন্তর্জাতিক বাজারে যেন গ্রহণযোগ্যতা পায় এবং নতুন নতুন ক্রেতা গোষ্ঠী গড়ে তোলা যায় সেদিকেও লক্ষ্য রেখে কাজ করছে Aristaexport.com । Aristaexport.com এর প্রধান লক্ষ্য আন্তর্জাতিক পরিসরে প্রকৃতি বান্ধব দেশিও পণ্যের বাজার সম্প্রসারণ করা, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে দ্রুত গতিশীল, রপ্তানি শিল্পায়নকে শক্তিশালী এবং বিদেশি মুদ্রা অর্জনে আকৃষ্ট , দেশীয় ঐতিহ্য আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করা।
একটি সুন্দর আগামীর অনুপ্রেরণায় রপ্তানি বাণিজ্য ও দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে হস্ত শিল্প খাতে অবদান রাখতে, একজন সফল রপ্তানি ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে আপনার পণ্য ও প্রতিভা সমগ্র বিশ্বে রপ্তানি করতে আজই যোগাযোগ করুন।
সৌজন্যে:- Aristaexport.com
যোগাযোগের ঠিকানা:-
বারেক ম্যানশন ৩/৫৮/ ১০/এ ফ্রি স্কুল স্ট্রিট , পান্থপথ, ঢাকা ১২০৫ ( বসুন্ধরা মার্কেটের বিপরীত পাশে)
টেলিফোন-০৯৬১৭৪০০-৫০০
ওয়েবসাইট- www.aristaexport.com.
ইমেইল- support@aristaexport.com