হুমায়ুন কবির রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ‘সুসাস্থ্যেই সুবিচার মাদক মুক্তির অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৬ জুন বুধবার সকালে উপজেলা হল রুমে ইউএনও মৌসুমি আফরিদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা রায়হান আলী, ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক, আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আযুব আলী , প্রেসক্লাব আহবায়ক আনিসুর রহমান বাকী, মহিলা আওয়ামী লীহ সম্পাদক ফরিদা ইয়াসমিন,রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি আহসান হাবিব, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক হযরত আলী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক,ছাত্রছাত্রী, ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধের উপর বিভিন্ন মতামত ব্যক্ত করেন। পরে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারি কৃষি অফিসার সাকেকুল ইসলাম।
হুমায়ুন কবির
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০১৭৭৬৮২৪১৯৮