মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-সড়ক দুর্ঘটনায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী শাহাদৎ হোসেন নেদু নিহতের প্রতিবাদে বেনাপোল স্থলবন্দর থেকে ৩ ঘণ্টা সব ধরনের পণ্য খালাস বন্ধ ছিল।(বৃহস্পতিবার ২০শে জুন)সকালে বেনাপোল কাস্টমস হাউজের সামনে প্রতিবাদ সভা করে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করে বেনাপোল ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা।প্রতিবাদ সভায় বক্তব্য দেন,বেনাপোল ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন,সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী,যুগ্ম সাধারন সম্পাদক নুরুজ্জামান রিপন সহ-সভাপতি মশিউর রহমান,সহ সভাপতি কামরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান সনি।এসময় উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক মুছা করিম,পরিবহন ও বন্দর বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুর ইসলাম,দপ্তর সম্পাদক কাওছার আলী,কার্য্যকরী সদস্য-১ খায়রুল ইসলাম,কার্য্যকরী সদস্য-২ শওকত হোসেন।প্রতিবাদ সভায় বক্তারা বলেন,বেপরোয়া ও নিয়ন্ত্রণহীনভাবে গ্রীনলাইন পরিবহনের চালক গাড়ি চালানোর কারণে ব্যবসায়ী শাহাদৎ হোসেন নেদুর জীবন দিতে হয়েছে।যখন দুর্ঘটনা হয়,তখন চালক বাস না থামিয়ে তাকে পিষতে পিষতে প্রায় ৫০ গজ টেনে নিয়ে যায়।এতে তার বাঁচার সম্ভাবনা আর ছিল না।এমন ঘটনার জন্য চালকের ফাঁসি দাবি করেন বক্তারা।এর আগে গতকাল (বুধবার ১৯শে জুন)বেনাপোল সড়কের আমড়াখালিতে গ্রীনলাইনের বাসচাপায় নিহত হন শাহাদৎ হোসেন নেদু।তিনি বেনাপোল ট্রান্সপোর্ট ইউনিয়নের নেতা ছিলেন।এদিকে বাসচাপায় ব্যবসায়ী নেদু নিহতের ঘটনায় গ্রিনলাইন পরিবহনের চালককে অজ্ঞাত আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।(বৃহস্পতিবার ২০শে জুন) সকালে নিহতের ছেলে বুল বুল ইসলাম শাকিল বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এ মামলা দায়ের করেন।