মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-ব্রাহ্মণবা ড়িয়া-(প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজান চর মোল্লা বাড়ীর মরহুম হাজী ইসমাইলের ছেলে,মরহুম সবুজের আব্বা হাজী আ.আজিজ এর জানাজার নামাজ ১৯ জুন ২০১৯, বুধবার বিকাল৫টা ৪০ মিনিটে উজান চর বাজার মাঠে সম্পন্ন হয়।
পরে স্হানীয় কবর স্হানে দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো.অলি উল্লাহ। উজান চর মুন্সী বাড়ীর মোহাম্মদ আলী পলাশ মাষ্টারের সঞ্চালনায় মরহুমের জীবনির উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উজান চর ইউনিয়নের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান ওয়ারিশ মিয়া,মরহুম চাঁন মিয়া চেয়ারম্যান এর বড় ছেলে হারুনুর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান,মরহুমের বড় ছেলে শিশির।
ছোট ছেলে শান্ত বলেন দুই দিন আগে বাবার সাথে কথা বলে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করবো বলে ইন্টাভিউ কার্ড আনতে চিটাগাং যাই,তখন আমার কার্ড দিয়া অফিসার বলে তুমি তারা তারি বাড়ীতে যাও তোমার আব্বা মারা গিয়াছে।বাড়ীতে এসে দেখি বাবার লাশ।
জানাজার নামাজে বিশিষ্টজনদের মাঝে উপস্হিত ছিলেন,বাঞ্ছারামপুর উপজেলার আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও উজান চর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনি,উজান চর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তফাজ্জল হোসেন তাজ মিয়া,সাধারণ সম্পাদক সেলিম মিয়া খবির উদ্দিন খোকন ইউপি সদস্যসহ জনপ্রতিনিধি, শিক্ষক, ডাক্তার,সাংবাদিক বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা কর্মি ও বিভিন্ন পেশাজীবি গন।
উল্লেখ্য তিনি গত মঙ্গলবার রাতে ৮.৩০ মিনিটে নিজ বাসভবনে (৭৮) বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী,দুই ছেলে শিশির ও শান্ত,চার মেয়ে,লিলি,রানু,রুবী,সুমী, নাতি -নাতনি সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। আল্লাহ মরহুমকে জান্নাত নসীব করুন। আমীন।