মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা::
সাতক্ষীরার কলারোয়া উপজেলার রায়টা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র মিরাজ হোসেন (১৪) বিষ পান করে আত্নহত্যা করেছে।
ঘটনাটি বুধবার (১২ ই জুন) সকাল সাড়ে ৮ টার দিকে ছলিমপুর গ্রামের বাড়ীতে বিষ পান করে আত্নহত্যার চেষ্টা করলে বেলা ১২ টার দিকে নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করান।
অতিরিক্ত বিষপানে রোগীকে চিকিৎসা করানোর পর কিছুটা সুস্থ হলে তাকে বেডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে সে মারা যায়।
আত্নহত্যাকারী মিরাজ হোসেন ছলিমপুর গ্রামের আক্তারুল ইসলামের ছেলে ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিমের কাজ করতেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে নিহত মিরাজ হোসেন তার ছোট ভাইয়ের সাথে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে বাড়ীতে চলে আসে।
পরে বাবা আক্তারুল ইসলামের ছলিমপুর বাজারে ছোট ব্যবসা প্রতিষ্ঠানে বসতে বললে মিরাজ বলে খোরদো বাজারে যাবে। কিন্তু সেখানে না গিয়ে সবার অজান্তে কখন বিষপান করে বাড়িতে এসে ঘটনাটি জানাই নিজেই।
তারপর চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেন হাসপাতালে এনে মিরাজকে ওয়াশ করে চিকিৎসা শেষে বেডে দিয়ে দিলে মৃত্যুর কোলে ঢোলে পড়েন এবং বেডেই মৃত্যু হয়।
তাছাড়া নিহত মিরাজ মানসিক সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে বলে জানান তার পিতা আক্তারুল ইসলাম।
খবর পেয়ে থানা পুলিশের এসআই সুবীর কুমার হাসপাতালে এসে নিহত মিরাজের সুরোতহাল রিপোর্ট তৈরী করে লাশ পিএমের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নং (১৯) ১২/৬/১৯ দায়ের করা হয়।