যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দেয়া হয়েছে।
কার্ডিফে ন্যাশনাল এ্যাম্বাসি অফ ওয়েলসে দেয়া হয় এই সংবর্ধনা। লন্ডন থেকে কার্ডিফে পৌঁছে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনায় অংশ নেন ক্রিকেটাররা।
শুক্রবার (৭ জুন) স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে সংবর্ধনাস্থলে পৌঁছান মাশরাফিরা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। স্থানীয় মেয়রসহ উপস্থিত ছিলেন অনেকে।
এসময় বাংলাদেশি এবং বৃটিশদের উদ্যোগে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সবশেষে ক্রিকেটারসহ উপস্থিত অতিথিরা অংশ নেন ফটোসেশনে।
৮ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এর আগে কার্ডিফে খেলা সবকটি ম্যাচে জয় রয়েছে টাইগারদের।
সুত্র : সময় নিউজ