মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা-প্রতিনিধি।
হোমনা-বাঞ্ছারামপুর সংযোগ ওয়াই ব্রীজের নিচ দিয়ে নির্মাণকৃত রামকৃষ্ণপুর টু রামচন্দ্রপুর রাস্তার ব্রীজের নিচের অংশের জলাবদ্ধতায় বিপাকে ফেলেছে।
এই রোডে যাতায়তকারী, স্কুল,কলেজ,মাদ্রাসায় পড়ুয়া ছাত্র/ছাত্রী সহ সাধারণ মানুষ’কে।
জানা যায়,রামচন্দ্রপুর থেকে হোমনা মূখী এই মূল সড়কটি হলো এই এলাকার মানুষের যাতায়াতের প্রধান সড়ক। প্রতিদিন এ রাস্তা ধরে বহু মানুষ উপজেলা সদর সহ দেশের ভিন্ন যায়গায় যাতায়াত করে থাকেন। প্রতিদিন কেনাকাটার জন্য এই অঞ্চলের একমাত্র বড় হাট রামকৃষ্ণপুর বাজারে অাসেন কয়েক হাজার মানুষ এই রাস্তাটি দিয়ে।
স্থানীয় একটি সূত্রমতে ওয়াই ব্রীজ নির্মাণের প্রথম অবস্থায় মূল সড়কটি ঠিক রেখে, ব্রীজ নির্মাণের কথা থাকলেও। কোন এক অজানা কারন দেখিয়ে সড়কটি পুরোপুরি বন্ধ করে দিয়ে, কাজ শেষ করে ফেলে ব্রীজ নির্মাণ কর্তৃপক্ষ। পরে স্থানীয় চেয়ারম্যান অাবুল বাশার মোল্লার তৎপরতায় ব্রীজের নিচ দিয়ে বাঁক ঘুরিয়ে সড়কটির সংযোগ চালু করে দেয়া হয়। এর পর থেকে সামান্য বৃষ্টি কিংবা অতি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বন্ধ হয়ে যায় রাস্তাটি। প্রথমে বৃষ্টির পানি নেমে যাওয়ার ব্যবস্থা থাকলেও পরবর্তিতে সেটি বন্ধ করে দেয়ায়
সৃষ্ট জলাবদ্ধতা এখন স্থায়ী সমস্যায় রুপ নিয়েছে।
এই স্থায়ী জলাবদ্ধতাহ নিরসনে সংশ্লিষ্ঠ দপ্তরের সু-দৃষ্টি কামনা করেছেন পথচারী,বাজারের ব্যবসায়ী মহল সহ এলাকাবাসী