প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
গত রাতে মাতৃ স্বর্ণ শিল্পালয়, থানা রোড, চন্দ্রধর মার্কেট, সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন কাপড়ের সখী ফ্যাশন ও আশুরাইল হাজী বাড়িতে দূধর্ষ চুরি সংঘটিত হয়।
সরেজমিনে প্রত্যক্ষ করে দেখা যায় নাসিরনগর সদর থানার কয়েক গজ সামনে অবস্থিত চন্দ্রধর মার্কেটের মাতৃ স্বর্ণ শিল্পালয়ে বাহিরের তালা ভেঙ্গে চোরেরা প্রবেশ করে এবং ক্যাশবাক্সের তালা ভেঙ্গে আড়াই ভরি স্বর্ণের অলংকার ও ৩০ ভরি রুপার অলংকার চুরি করে। তবে সিন্দুকের একটি তালা ভাঙ্গলেও বাকীগুলো ভাঙ্গতে পারেনি। তাই সিন্দুকের অলংকার সুরক্ষিত থাকে।
অপরদিকে উপজেলা সদরের অদূরে অবস্থিত হাজী বাড়িতে দূধর্ষ চুরি সংঘটিত হয়। এসময় চোরেরা ঘরের তালা ভেঙ্গে তিনটি গরু বের করে। বাড়ির মালিক হাজী জানু মিয়ার ঘুম ভেঙ্গে গেলে তিনি এগিয়ে আসেন এবং চোরচক্র তাকে এলোপাতাড়ি কূপাতে থাকে। তার চিৎকার শুনে তার মেয়ে এগিয়ে আসলে তার কানের দুল জোড়া ও নাকের ফুল টেনে নিয়ে যায়। প্রচন্ড বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে পাশ্ববর্তী লোকজন আওয়াজ শুনতে পায়নি তাই চোরদল গরু ও অলংকার নিয়ে ঐ স্থান ত্যাগ করে। মারাত্বক আহত অবস্থায় হাজী জানু মিয়াকে নাসিরনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে নাসিরনগর সদর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সখী ফ্যাশনের তালা ভেঙ্গে প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। পুলিশ উক্ত স্থানগুলো পরিদর্শন করেছে।