যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি ভবনের ভেতরে বন্দুকধারীর হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটিকে ভার্জিনিয়া বিচের ইতিহাসে ভয়াবহ দিন বলে মন্তব্য করেছেন ভার্জিনিয়ার গর্ভনর র্যালফ নর্থাম।
আহতরা জানান, হঠাৎ আমরা গুলির শব্দ পাই। তবে, এটা যে ভবনের ভেতরেই ছিল তা বুঝতে পারিনি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা সময় মতো না আসলে আরও অনেক ক্ষতি হতে পারতো।
হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর এক সদস্য রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে বলেও জানানো হয়।
ভার্জিনিয়া বিচ পুলিশ প্রধান জেমস কারভেরা বলেন, ৪টার দিকে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায় অস্ত্রধারী। এতে আমাদের একজন আহত হয়েছেন। পরে, পুলিশ পাল্টা গুলি ছুড়লে বন্দুকধারী মারা যান।
এ ঘটনাকে ভার্জিনিয়া বিচের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিন বলে মন্তব্য করেছেন ভার্জিনিয়ার গর্ভনর র্যালফ নর্থাম। তিনি বলেন, ভার্জিনিয়া বিচে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভয়াবহ এ হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে সবকিছু এখন স্বাভাবিক রয়েছে।