মো.নাছির উদ্দিন-হোমনা-কুমিল্লা(প্রতিনিধি)
কুমিল্লার হোমনায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ১৬ জন দুঃস্থ নারী ও পুরুষের মাঝে ৯৬ হাজার টাকা যাকাত বিতরণ করা হয়েছে ।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী যাকাত ফান্ড থেকে নগদ ৬ হাজার টাকা করে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আজগর আলী, এসিল্যান্ড তানিয়া ভূইঁয়া, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, ইফাবা’র ফিল্ড সুপার ভাইজার মো.মহিউদ্দিন মোল্লা, মডেল রিসোর্স সেন্টারের কেয়ার টেকার মো. বিল্লাল হোসেন এ সময়ে উপস্থিত ছিলেন।
যাকাত বিতরণ অনুষ্ঠানে ইউএনও আজগর আলী বলেন,ইসলামের পঞ্চম স্তম্ভেও মধ্যে যাকাত অন্যতম। বৃত্তবানদেও উপর সম্পদের যাকাত দেয়া ফরয। পবিত্র কুরআনে নামাজের পাশাপাশি যাকাত প্রদানের জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া যাকাত মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, দুঃস্থ ও নিঃস্ব নারী-পুরুষকে সমাজে পুনর্বাসন করে এবং ধনী ও দরিদ্রদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে।