প্রদীপ কুমার দেবনাথ, নিউজ ডেক্সঃ
লক্ষ লক্ষ বেসরকারি শিক্ষক-কর্মচারীর ঈদ আনন্দ মাটি হওয়ার পথে।
সাধারণত সরকারঘোষিত নির্ধারিত তারিখের অনেক পরে শিক্ষক কর্মচারীদের তাদের বেতন – ভাতাদি স্ব স্ব একাউন্ট থেকে উত্তোলন করতে হয়। এক্ষেত্রে ঘোষিত শেষ তারিখেরও ৪/৫ দিন পরে বেতন উত্তোলন করতে হয়। আর সোনালী ব্যাংক এক্ষেত্রে প্রায় ৭/৮ দিন সময় নেয়। সে হিসেবে সকল ব্যাংক ৪-৮ তারিখ পর্যন্ত ঈদের বন্ধ থাকবে। আর এবার বেতন উত্তোলনের তারিখ ৩ জুন ঘোষণা হয়েছে। এক ঢাকা শহরের শিক্ষকগণ ছাড়া অন্য কোন এলাকার শিক্ষক-কর্মচারীগণ তাদের বেতন ও উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন না।
তাই শিক্ষকগণ হতাশা প্রকাশ করেছেন এবং তারা এ ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের বিশ্বাস মাননীয় শিক্ষামন্ত্রী এ ব্যাপারে ভূমিকা রাখলে তারা পরিবার-পরিজনদের নিয়ে ঈদ করতে পারবেন অন্যথায় মাটি হয়ে যাবে তাদের ঈদ আনন্দ।