মোঃ খোরশেদ আলম( কুমিল্লা জেলা প্রতিনিধি) ঃ
দেবীদ্বারে সিগারেট বাকী না দেয়ায় ব্যবসায়ির উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত শাহীন(৩৮) ও তুহিন(৩২)কে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১১টায় বানিয়াপাড়ার বাবুল পুলিশের ছেলে সোহান(২৪)নামে এক যুবক শাহীনের মূদী দোকানে এসে সিগারেট বাকী চায়। দোকানদার বকেয়া দিতে অস্বিকৃতি জানালে কথা কাটা কাটির এক পর্যায়ে সোহান সেল ফোনে তার বন্ধুদের আসার কথা বলে দোকানদারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এসময় দোকানদার শহীন’র ছোট ভাই এগিয়ে এলে তাকেও বেধরক পিটিয়ে মারাত্মক আহত করে। পরে আরো ১৫/২০জন যুবক এসে দোকানে হামলা চালায়। স্থানীয়দের প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটেন।
হাসপাতালে চিকিৎসারত শাহীন জানান, সোয়ান তার এক বন্ধুকে নিয়ে এসে আমার নিকট সিগারেট বকেয়া চান। আমি দিতে অপারগতা জানালে সে আমার উপর চড়াউ হয় এবং কাঠের লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে ফাটিয়ে দেয়। আমার ছোট ভাই তুহিন আমাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও বেধরক মারধর করে আহত করে। শুধু তাই নয়, আমার দোকানের নিয়মিত এক মহিলা ক্রেতা সদাই কিনতে এলে তার সাথেও আচরন খারাপ করেন।
এ ব্যপারে জিজ্ঞাসাবাদের জন্য সোহানকে খুঁজে পাওয়া যায়নি, তবে নাম প্রকাশে অনিচ্ছুক তার এক বন্ধু বলেন, সিগারেট বাকী চাওয়ার ঘটনাটি আগের, তবে আজকের ঘটনাটি হল,- একজন মহিলা কাষ্টমার রিক্সা নিয়ে শাহিনের দোকান থেকে কিছু সদাই কেনার সময় গলির পথে জ্যাম পড়ে যায়, ওই মহিলাকে দ্রুত সড়ে যেতে বললে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনাটি ঘটে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই ঘটনায় দেবীদ্বার থানায় মামলা দায়ের হয়নি তবে শাহীন বলেন, মামলা প্রক্রিয়াধীন।